ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
অনলাইন ডেস্ক
ইউক্রেন জানিয়েছে, রাতভর দেশটিতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইউক্রেনের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনো খারকিভে থেমে থেমে বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে।
ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হারম্যান হালুশশেনকে বলেছেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ খাত শত্রুদের বড় আক্রমণের শিকার।’
এই হামলার ফলে অনেক এলাকাই এরইমধ্যে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
চলতি মাসে এ নিয়ে দুইবার ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের দাবি জ্বালানি ও বিদ্যুৎখাত লক্ষ্য করে বড় হামলা হতে পারে, সে বিষয়ে আগে থেকেই সতর্ক ছিল কিয়েভ।
হামলা থেকে বাঁচতে ইউক্রেনের অনেক বাসিন্দাকেই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ছুটতে দেখা গেছে। এসময় তাদের অনেকেই ছিলেন আতঙ্কিত।