ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির মাসে রাশিয়া যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক

অনলাইন ডেস্ক

চীনের জ্যেষ্ঠ ‍কূটনীতিক ওয়াং-ই আগামী ফেব্রুয়ারিতে রাশিয়া সফরে যাচ্ছেন। দুইটি সূত্রের বরাতে রাশিয়ার ভেদোমস্তি সংবাদপত্র এই খবর প্রকাশ করেছে।

গণমাধ্যমটির খবর অনুসারে, ওয়াং-ই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এই আক্রমণের পূর্বে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করেন। ওই সময় মস্কো-বেইজিংয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, রাশিয়া-চীনের মধ্যে সহযোগিতার কোনো সীমাবদ্ধতা নেই। অর্থাৎ দেশ দুটি সকল ক্ষেত্রে সহযোগিতা আদান-প্রদান করবে।
ইউক্রেন যুদ্ধে নিয়ে চীন রাশিয়াকে নিন্দা জানায়নি। উল্টো ঘটনার জন্য ‘পশ্চিমাদের উসকানি’কে দায়ী করেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা বিশ্বের সঙ্গে উভয় দেশের উত্তেজনার মধ্যে দেশ দুটো নিজেদের মধ্যে সম্পর্ক গভীর করছে। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights