ইবি শিক্ষার্থীদের পদযাত্রা, স্মারকলিপি প্রদান

ইবি প্রতিনিধি:

সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশনে ডেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গণপদযাত্রা এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার সকাল সোয়া ১০টায় কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ পদযাত্রা কর্মসূচি পালন করেন তারা।

পদযাত্রাটি কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে আরম্ভ হয়ে মুজিব চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। জেলা প্রশাসক এহেতেশাম রেজার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার মহসীন উদ্দীন। এসময় তাদের সঙ্গে ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজ ও কুষ্টিয়া মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি দেওয়ার পরে সহকারী কমিশনার মহসীন উদ্দীন বলেন, ‘আমরা প্রসিডিউর অনুযায়ী যথাস্থানে আপনাদের মেসেজ জানিয়ে দিব।’
ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, ‘আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। আমাদের আজকের দাবি রাষ্ট্রপতির কাছে। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছাতে চাই। আমার চাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশনে ডেকে কোটার যৌক্তিক সংস্কার করা হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights