ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে গাজায় নতুন দিনের সম্ভাবনা দেখছেন বাইডেন
অনলাইন ডেস্ক
ডিএনএ পরীক্ষার ফলাফল দ্বারা নিশ্চিত হওয়া গেছে, গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। এরপর এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘এটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য একটি শুভ দিন।’ তিনি আরও উল্লেখ করেন, গত এক বছর ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ইসরায়েলকে এই মিশনে সহযোগিতা করেছে।
খবর অনুসারে, সিনওয়ার নিহতের পর বাইডেনের বার্তা যুদ্ধ থামানোর প্রতি ইঙ্গিতপূর্ণ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা করেছেন, গাজায় যুদ্ধ এখনো শেষ হয়নি।
তবে বাইডেন বলেন, ‘আমি শিগগিরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতাদের সঙ্গে কথা বলব। আলোচনার মূল বিষয় হবে জিম্মিদের পরিবারের কাছে ফিরিয়ে আনা এবং এই ধ্বংসাত্মক যুদ্ধের শেষ টানা, যা অনেক নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে।’
বাইডেন আরও বলেন, হামাসের শাসন ছাড়া গাজায় নতুন দিনের সূচনা এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য একটি রাজনৈতিক সমঝোতার সুযোগ এখন তৈরি হয়েছে। ইয়াহিয়া সিনওয়ার সেই লক্ষ্যের পথে একটি বড় বাধা ছিলেন, যা এখন আর নেই। তবে এখনো আমাদের সামনে অনেক কাজ বাকি রয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন গাজায় যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসকে দোষারোপ করেছেন । যদিও হামাস এবং বিশ্বের কিছু নেতা এই দোষ ইসরায়েলের ওপর চাপিয়েছেন। হামাস এখনও সিনওয়ারের মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি।