ইরানে সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগ করবে আফগান সরকার

অনলাইন ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর চাবাহারে ৩৫ মিলিয়ন বা সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের একটি প্রতিনিধি দল।

আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি কওমি জানিয়েছেন, আফগানিস্তান বাণিজ্যিক, আবাসিক ও প্রশাসনিক কাজে এই বিনিয়োগ করবে।

এর আগে সাম্প্রতিক সময়ে ইরান আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যবস্থা হাতে নেয়। ফলে আফগান ও ইরান সীমান্তে উত্তেজনা দেখা দেয়। তার মাঝেই ইরানে আফগানদের বিনিয়োগের খবর সামনে এলো। গত ডিসেম্বরে আফগান নাগরিকদের ইরানের ১৬ প্রদেশে বসবাসের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।
ইরানের নির্মাণসহ বিভিন্ন খাতে আফগান কর্মীর সংখ্যা বেড়ে যাওয়া নিজেদের অর্থনীতি বাঁচাতে এই সিদ্ধান্ত নেয় ইরান।

ইরান জানিয়েছে, তাদের দেশে প্রায় ৪০ লাখ বিদেশি বাস করে। যাদের মধ্যে অধিকাংশই শরণার্থী।

তবে ২০২১ সালে তালেবান ক্ষমতায় বসার পর থেকেই আফগানিস্তানের সাথে বাণিজ্য জোরদার করার চেষ্টা করছে ইরান। তেহরানের আফগান দূতাবাসও তালেবান প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights