ইলন মাস্কের ব্রেইন ইমপ্লান্ট ট্রায়ালে ব্যাপক সাড়া

অনলাইন ডেস্ক
ইলন মাস্কের ব্রেইন ইমপ্লান্ট উদ্যোগ নিউরালিংক তার উদ্বোধনী ক্লিনিকাল ট্রায়ালের জন্য প্রস্তুত। এটা ব্যাপক আগ্রহ তৈরি করেছে। হাজার হাজার মানুষ এই অত্যাধুনিক পদ্ধতির জন্য অধীর আগ্রহে স্বেচ্ছাসেবক হিসেবে আসছে।

ইলন মাস্কের জীবনী লেখকদের একজন অ্যাশলি ভ্যান্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, খুলির একটি অংশ অপসারণের পর মস্তিষ্কে ইলেক্ট্রোড এবং অতি-পাতলা তার ঢোকানোর সাথে জড়িত একটি যুগান্তকারী চিকিত্সা প্রচেষ্টার জন্য স্টার্টআপটি সক্রিয়ভাবে একজন ইচ্ছুক অংশগ্রহণকারী খুঁজছে।

নিষ্কাশিত মাথার খুলির অংশটি প্রতিস্থাপনের জন্য ডিজাইন করা ইমপ্লান্টটি মস্তিষ্কের ক্রিয়াকলাপ পড়তে এবং বিশ্লেষণ করার জন্য ইঞ্জিনিয়ার করা হয়েছে। ওয়্যারলেসভাবে নিকটবর্তী ল্যাপটপ বা ট্যাবলেটে এই তথ্য প্রেরণ করে। ট্রায়ালের জন্য প্রাথমিক লক্ষ্য ডেমোগ্রাফিক হলো ৪০ বছরের কম বয়সী প্রাপ্তবয়স্করা চারটি অঙ্গে পক্ষাঘাত অনুভব করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights