ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে ‘বড় অগ্রগতি’ আশা করছে কাতার

অনলাইন ডেস্ক

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বুধবার বলেছেন, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার বিষয়ে শিগগিরই একটি অগ্রগতি হবে বলে কাতার আশাবাদী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যদি দুই পক্ষের মধ্যে সমঝোতা করতে পারি, তবে আমি মনে করি শিগগিরই আমরা কিছু অগ্রগতি দেখতে পাব।’

আল থানি বলেন, এখনও আলোচনা চলছে।
গত ৭ অক্টোবর থেকে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দিতে মধ্যস্থতা করছে কাতার ও মিশর।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি টুইটারে কাতারের প্রশংসা করে বলেন, ‘মানবিক সমাধানের ক্ষেত্রে কাতার একটি অপরিহার্য পক্ষ ও অংশীদার হয়ে উঠেছে। এই মুহূর্তে কাতারের কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights