ইসরায়েলের পতন আসন্ন : আইআরজিসি প্রধান
অনলাইন ডেস্ক
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি বলেছেন, ইসরায়েলের পতন আসন্ন।
ইসলামিক রিপাবলিকের রাষ্ট্রীয় গণমাধ্যমে সালামির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইহুদিবাদীরা এতটাই দুর্বল যে তারা ফিলিস্তিনি নারী ও শিশুদের অস্তিত্ব সহ্য করতে পারছে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে আইআরজিসি প্রধান আরও বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ ইসরায়েলের প্রতি বিশ্বব্যাপী বিদ্বেষের জন্ম দিয়েছে। ইহুদিবাদীদের প্রতি বিশ্বের ঘৃণা এখন আর মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নেই।
গত ৭ অক্টোবর ইসরায়েলিদের ওপর হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিবাদবিরোধী মিছিলের কথা উল্লেখ করে তিনি বলেন, হোয়াইট হাউসের পাশে এবং লন্ডন ও ইউরোপের রাস্তায়ও ইহুদিবাদীদের বিরুদ্ধে মানুষ সমাবেশ করেছে।