ইসরায়েলে নতুন করে রকেট হামলা হামাসের
অনলাইন ডেস্ক
দক্ষিণ ইসরায়েলে নতুন করে রকেট নিক্ষেপ করেছে হামাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে ইসরায়েলের আশকেলন অঞ্চলে ধোঁয়া উড়তে দেখা গেছে।
হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডস আক্রমণের দায় স্বীকার করেছে।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাসের রকেটে আশকেলনের দুইজন বাসিন্দা হালকা আহত হয়েছেন।
গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। ইসরায়েলের হামলায় গাজা উপত্যকা ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। লাখ লাখ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো ইসরায়েলি হামলায় বিশ্বের নানা প্রান্তের মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।