এবার আল্লু অর্জুনের বাড়িতে ভাঙচুর

অনলাইন ডেস্ক
এক দিকে বাড়ছে ‘পুষ্পা ২: দ্য রুল’ এর বক্স অফিস সংগ্রহ। পাল্লা দিয়ে বাড়ছে সিনেমাটির নায়ক আল্লু অর্জুনকে ঘিরে বিতর্ক, বিক্ষোভ। পরিস্থিতি এমনই যে এখন দক্ষিণ ভারতের অভিনেতার সঙ্গে জড়িয়ে গেছে রাজনৈতিক বিতণ্ডাও। রবিবার আল্লুর হায়দ্রাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় এক দল মানুষ পাথর ছুড়েছেন বলে অভিযোগ।

রবিবার আল্লু সামাজিক মাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাব তারা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন, যেমন তারা সব সময়ই করে থাকেন এবং অনলাইন বা অফলাইনে কোনও অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকুন।”

শুধু তাই নয়, আল্লু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন কোনও ভুয়া প্রোফাইল থেকে তার ভক্ত সেজে যদি কেউ এমন কোনও কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন তিনি। নিজের ভক্তদের উদ্দেশে তার অনুরোধ, “এ ধরনের কোনও পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।”

গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের এক প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। তার নাবালক পুত্রও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সম্প্রতি জানা গিয়েছে, চিকিৎসকেরা আশঙ্কা করছেন ওই কিশোরের মস্তিষ্কের মৃত্যু ঘটেছে ইতোমধ্যেই। এই ঘটনায় এর আগেই গ্রেফতার করা হয়েছিল তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনকে। যদিও পরের দিনই তিনি জামিনে ছাড়া পান। হাত জোড় করে জানিয়েছিলেন, তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশেই আছেন। প্রয়োজনে গুরুতর আহত কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভার নিতেও প্রস্তুত।

এর পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। রবিবার দুপুর থেকে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, আল্লুর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এক দল মানুষ। চিকিৎসাধীন কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবিতে তারা ব্যানার, পোস্টার নিয়ে জড়ো হয়েছিলেন। ওই কিশোরের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন বিক্ষোভকারীরা। আল্লুর প্রাসাদোপম বাড়ির সামনে তার জবাবদিহি চেয়ে স্লোগান দিতে শোনা যায় তাদের। সেখান থেকেই কাউকে কাউকে পাথর ছুড়তে দেখা গিয়েছে বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে বাড়ির সামনে থাকা কিছু ফুল গাছের টবও।

তেলেঙ্গানায় ক্ষমতাসীন কংগ্রেস ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনার নিন্দা জানিয়েচে আগেই। বিধানসভাতেই আল্লুকে কটাক্ষ করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এ দিকে বিজেপি ও বিআরএস আল্লুর পাশে দাঁড়িয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights