ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির পর এবার টেস্ট দলে জাঙ্গু

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির পর এবার টেস্ট দলে ডাক পেলেন আমির জাঙ্গু। পাকিস্তান সফরে প্রথমবারের মতো সাদা পোশাকের দলে বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। প্রায় ১৮ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলার জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

বাংলাদেশ সিরিজের দল থেকে পরিবর্তন এই দুইটিই। পায়ের চোটে ছিটকে গেছেন শামার জোসেফ। আর আইএল টি-টোয়েন্টির ব্যস্ততায় এই সফরে যাবেন না আরেক পেসার আলজারি জোসেফ। ঘরের মাঠে গত মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের সময় গ্লোবাল সুপার লিগে ব্যস্ত ছিলেন মোটি। এক সিরিজ পর ফিরে ক্যারিবিয়ানদের স্পিন বিভাগের দায়িত্ব নেবেন বাঁহাতি স্পিনার। তার সঙ্গে থাকবেন কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিক্যান।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন জাঙ্গু। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ৮ ইনিংসে ১০০ গড়ে ৫০০ রান করেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকে মাত্র ৮৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান। এছাড়া বাকি দল আছে আগের মতোই। ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে ব্যাটিং বিভাগে আছেন মিকাইল লুই, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেভসরা

দুই জোসেফের অনুপস্থিতিতে পেস বিভাগ সামলাবেন কেমার রোচ, জেডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ। ২০০৬ সালের নভেম্বরের পর এটিই হবে পাকিস্তানের মাঠে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট সিরিজ। মাঝে ২০১৬ সালে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে একটি টেস্ট সিরিজ খেলেছিল দুই দল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি খেলতে আগামী ২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে রওনা হবে ক্যারিবিয়ানরা। করাচিতে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জানুয়ারি। আর মুলতানে ২৪ জানুয়ারি থেকে হবে দ্বিতীয় ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমলাক, আমির জাঙ্গু, মিকাইল লুই, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights