কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় সৈকতের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

মৃত মোহাম্মদ শাহজাহান (৪০) চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়দের বরাতে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, মঙ্গলবার সকালে মোহাম্মদ শাহজাহান পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট তারা সাগরে গোসলে নামেন। এ সময় শাহজাহান টিউব নিয়ে সৈকত থেকে কিছুটা দূরে চলে যান। এক পর্যায়ে শাহজাহানের হাত থেকে টিউবটি ছিটকে যায়। তখন স্রোতে ভেসে যেতে দেখে স্থানীয় লাইফগার্ড কর্মীরা মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন।
পরে শাহজাহানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights