কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে প্রতিবাদ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান- ২০১৪ বাস্তবায়ন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কয়েকটি সামাজিক সংগঠন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর অভয়মিত্র ঘাট থেকে চাক্তাই খালের মোহনা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান বলেন, ‘চাক্তাই খালের আড়াই হাজার বছরের ইতিহাস বিলুপ্তির পথে। জলাবদ্ধতা নিরসনের নামে সিডিএ এই খালের মুখে স্লুইস গেইট দিয়ে সাম্পান চলাচলে প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চাক্তাই খালের মোহনা দখল করে গড়ে উঠা মাছ বাজার ও মেরিনার্স পার্ক করায় এই খালের মোহনা ৪০০ মিটার ভরাট হয়ে গেছে। এ কারণে উজান থেকে ভাটির দিক উঁচু হয়ে সামান্য বৃষ্টিতে চাক্তাই থেকে বহদ্দারহাট পর্যন্ত আট কিলোমিটার এলাকায় জলাবদ্ধতা হয়।’
প্রতিবাদ মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী দিলরুবা খানের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, নারী নেত্রী হাসিনা আক্তার টুলু, সংগঠক রাজেস ইমরান, ক্যাব চট্টগ্রাম সাধারণ সম্পাদক জানে আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।