কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার

কলাপাড়া(পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন হল রুম পায়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’র এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংস্থার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এরিয়া ম্যানেজার যোসেফ ডায়াস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। কলাপাড়া সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ, সংস্থার মনিটরিং ও ইভালুয়েশন টিমের ম্যানেজার প্রসেনজিৎ মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে ‘গুড নেইবারস বাংলাদেশ’-এর কার্যক্রম ও মানসম্মত শিক্ষা বিষয়ক পরিচিতি, বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুর মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ, সুরক্ষার কৌশল ও সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে শিক্ষকদের মানোন্নয়নে ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করায় কেক কাটা হয়।

সেমিনারে উপজেলার ডালবুগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৭২জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights