কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওবায়েদ উল্লাহ (৪৩) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
ওসি জানান, সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজারে নিজের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা ওবায়েদ উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।
কাপ্তাই উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বালুখালী এলাকাটি দুর্গম এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা এখনো জানতে পারিনি। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।