কিশোরগঞ্জের পাঁচ হাসপাতালে ৪২ ডেঙ্গু রোগী

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাঁচ হাসপাতালে ৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১২ জন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম সোমবার বিকালে এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময় ছাড়পত্র দেওয়া হয়েছে ১৫ জনকে।

চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯৯ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৬৫৭ জন রোগীকে। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights