কুড়িগ্রামে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
‘ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা’ স্লোগানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সম্মেলনের পর ইসলামী নাশিদ সন্ধ্যার আয়োজন ও ইসলামিক নাটিকা পরিবেশন করেন সম্মিলিত ঐক্যজোট কুড়িগ্রাম জেলা শাখা।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আলমের সঞ্চালনা ও সভাপতি এসএম গোলাম মোস্তফার সভাপতিত্বে হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য আলিম আল আসিফ, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুক, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৫ বছর ও ৫৩ বছরের সরকার এ দেশকে শাসনের নামে শোষণ করেছে। অর্থ সম্পদ লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। নীতি ও আদর্শ ফিরিয়ে আনতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রয়োজন। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের সৎ-নীতিবান হবার আহ্বান জানিয়ে বলেন, তরুনেরাই নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশের। ছাত্রদের পড়ালেখার প্রতি জোর দিতে হবে।
বক্তব্য শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করে সবুজ সাইফুল্লাহকে সভাপতি, মিজানুর রহমান মিজানকে সহ-সভাপতি ও ফুয়াদ হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা দেয়া হয়।