কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব-২০২৪ যথাযথ মর্যাদায় শান্তিপূর্ণভাবে ও আনন্দময় পরিবেশে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এতে সভাপতিত্ব করেন নবনিযুক্ত জেলা প্রশাসক সুসরাত সুলতানা।

এসময় কুড়িগ্রাম সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গালিব,পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক বরমান হোসেন,প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও কুড়িগ্রাম জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় চলতি বছর জেলায় ৫৫০টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং কুড়িগ্রামের ৭ টি জায়গায় আড়ম্বরপূর্ণ পরিবেশে প্রতিমা তৈরির কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights