কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে তিস্তার পানি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে উজান থেকে নেমে আসা পানিতে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে তিস্তা নদীর কাউনিয়া রেলসেতু পয়েন্টে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, গত ২৪ঘন্টায় সবগুলো নদনদীর পানি বাড়লেও সন্ধ্যা ৬টার পর থেকে তা কমতে শুরু করেছে। তিনি জানান,গত ২৪ ঘন্টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও গত ৩ ঘন্টায় সন্ধ্যে ৬টায় তা ২ সেন্টিমিটার কমেছে।এদিকে ধরলা ও দুধকুমার নদের পানি কমে এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে,তিস্তা,ধরলা ও দুধকুমার নদের পানির কারনে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলসমুহে পানি উঠে চলতি মৌসুমী ফসলের ক্ষতির আশংকা কৃষকদের।অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন বন্যা বেড়ে গেলে মারাতœক ক্ষতি হতে পারে।

জেলার রাজারহ্টা ও নাগেশ্বরী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের শতাধিক পরিবার, গ্রামীণ কাঁচা সড়কসহ ১৫৯ হেক্টর জমির রোপা আমন এবং মৌসুমী ফসলের খেত নিমজ্জিত হয়ে পড়েছে বলে কৃষি বিভাগ সুত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights