কুষ্টিয়ায় অবৈধ যানবাহন নিষিদ্ধের দাবিতে মহাসড়কে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় অবৈধ স্যালো ইঞ্জিনচালিত যান ট্রলির ধাক্কায় দুইদিনে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও এসব যানবাহন বন্ধের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের চৌড়হাস মোড়ে অবস্থিত মুকুল সংঘ বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ছাড়াও মানববন্ধনে অংশ নেন অভিভাবক ও সচেতন মহল।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে অবৈধ এসব যানবাহন বন্ধের বিষয়ে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অবৈধ যানবাহন চলাচলে হাইকোর্টের নির্দেশনা মানা হচ্ছে না অভিযোগ করে নিসচার কুষ্টিয়া শাখার সভাপতি কে এম জাহিদ বলেন, অবৈধ যানবাহনের ফলে সড়কে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল চলছে। অবৈধ অস্ত্র যেমন নিষিদ্ধ, আমি মনে করি অবৈধ প্রাণঘাতী এসব যানবাহনও নিষিদ্ধ করা জরুরি।
অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান প্রশ্নবিদ্ধ দাবি করে জাহিদ বলেন, কুষ্টিয়া শহরে রাতদিন অবাধে চলছে বালুভর্তি ডাম্প ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি। এতে স্কুলগামী শিশুরা জীবন সংকটে পড়ছে। অন্তত দিনের বেলা ব্যস্ত সময়ে এসব বালুবাহী যানবাহন বন্ধ হওয়া উচিত।

অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই মানববন্ধনের বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ইতোমধ্যেই কঠোর অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুইজন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ৩টি ড্রাম ট্রাক ও ৬টি নসিমন করিমন জব্দ করেছেন। এ ছাড়া কিছু জেলজরিমানাও করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights