কেশবপুরে দলীয় বিষয় নিয়ে বিরোধে হত্যার চেষ্টা

কেশবপুে (যশোের)।। যশোরের কেশবপুরে দলীয় বিষয় নিয়ে বিরোধের জের ধরে তৃণমূল আওয়ামী লীগ পরিবারের এক সন্তানকে হত্যার চেষ্টা করা হয়েছে। মারাত্তক আহতাবস্থায় তাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত আকবার আলী খানের পূত্র জামায়াত নেতা সেলিম খানের সাথে একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকরাম খানের পূত্র পরিবহন ড্রাইভার আব্দুর রহিম খানের (২৪) সাথে দীর্ঘদিন যাবৎ দলীয় বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

তার জের ধরে জামায়াত নেতা সেলিম খান সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় তার দোকানের সামনে আব্দুর রহিম খানকে একাপেয়ে ধারালো চাকু দিয়ে হত্যার চেষ্টা করে। আব্দুর রহিম খানের এলাকাবাসি মারাত্তক আহতাবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে দেয়।

আব্দুর রহিম খানের পিতা আকরাম খান বাদী হয়ে ৮ আগস্ট বিকালে কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে থানার এসআই আবুল হোসেন জানান, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। যা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights