খাগড়াছড়িতে আইসিটি অধিদপ্তরের উদ্যোগে ল্যাপটপ বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে আইসিটি অধিদপ্তরের উদ্যোগে হার পাওয়ার প্রকল্পের আওতায় সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ১০৫ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। পাহাড়ের নারীদের আইসিটির উপর দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ৬ মাসব্যাপী এই প্রশিক্ষণ চলমান রয়েছে। আইএসপিতে ৮০টি, উইমেন্স কল সেন্টারে প্রশিক্ষণার্থী ২৫ জনকে মিলে মোট ১০৫টি ল্যাপটপ দেয়া হয়। খাগড়াছড়ি সদর উপজেলার সুজন চন্দ্র রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন।
উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা, আইসিটি অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা মাহবুবা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম ও সমাজ সেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা ও প্রশিক্ষক রাশেদ ও তারেক মাসুদ।