খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার উদ্যোগে বার্ষিক রুকন (সদস্য) সম্মেলন দারুল আইতাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ আবদুল হালিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন বাংলাদেশ একটি অবরুদ্ধ বাংলাদেশ ছিল। ফ্যাসিস্ট, খুনি আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল অফিস সিলগালা করে দিয়েছিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করা হয়। দুই লক্ষাধিক নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করে। ৯০ হাজার নেতা কর্মীকে রিমান্ডের নামে নির্মম নির্যাতন করে। একেক জনের বিরুদ্ধে কয়েক শত করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দেয়া হয়।

তিনি আরও বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। তবে আগে সংস্কার ও ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের বিচার, তারপর নির্বাচন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি তার বক্তব্য বলেন, জামায়াতকে ভোট দিলে খাগড়াছড়িকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এবং বৈষম্যহীন খাগড়াছড়ি হিসেবে উপহার দেয়া হবে।

উপজেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের পরিচালনায় রুকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, আব্দুল মান্নান, মোহাম্মদ ইলিয়াছ সহ জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights