খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক
রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে মো. সুমন (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত সুমন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া গ্রামের বাসিন্দা।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ভাতিজা আনোয়ারুল বলেন, পেশায় সুমন রাজমিস্ত্রি, গোড়ান একটি নির্মাণাধীন দশ তলা ভবনের নয় তলায় মাচাং এ দাঁড়িয়ে গাথার কাজ করছিলেন। সে সময় মাচাং ভেঙে উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হযন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।