খুলনায় যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে সাদিকুর রহমান রানা ওরফে বিহারি রানা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৭টার দিকে আহছানউল্লাহ কলেজের সামনে এ ঘটনা ঘটে। তিনি নগরীর দেবেন বাবু রোডের বাসিন্দা শেখ মোহাম্মদ ইসলামের ছেলে।

এ ঘটনায় পলাশ (৩৫) নামের আরেক যুবক আহত হয়। নিহত রানা ঢাকার কেরানিগঞ্জ এলাকার একটি হত্যা মামলার আসামি। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।

সোনাডাঙ্গা থানা পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা ঘটনাস্থলে রানাকে গলায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যায়, রানা ও পলাশসহ তিনজন ওই স্থানে দাঁড়িয়ে চা পান করছিলেন। এসময় রানাকে লক্ষ্য করে গুলি করা হয়।
পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, রানার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক, চুরিসহ ১৬টি মামলা রয়েছে। গত কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পায় রানা। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights