খুলনার আকাশে কালো মেঘ, কমেছে ভোটার উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। এতে ভোটকেন্দ্রগুলোতে কমতে শুরু করেছে ভোটার উপস্থিতি।

সোমবার সকাল থেকে আকাশে ঝকঝকে রোদ থাকলেও দুপুর ২টার পর আকাশে মেঘ জমতে থাকে। নগরীর সোনাডাঙ্গা, গোবরচাকা এলাকায় মাঝে মধ্যে দমকা বাতাস প্রবাহিত হলেও খালিশপুর ও দৌলতপুর এলাকায় কয়েক পসলা বৃষ্টি হয়।

বৃষ্টির পর অধিকাংশ কেন্দ্র ভোটারশূন্য দেখা যায়। দুপুর ৩টা পর্যন্ত দৌলতপুর মহসিন কলেজ ভোট কেন্দ্রে ৩৭.৭০ শতাংশ ভোট পড়েছে। তবে খালিশপুর গার্লস হাই স্কুল কেন্দ্রে ১০ শতাংশের মতো ভোট পড়েছে।
দৌলতপুর মহসিন কলেজ ভোট কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা শেখ আওছাফুর রহমান বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। কিন্তু দুপুরের পর শেষ দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি কিছুটা কমে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights