‘গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে, হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে’

অনলাইন ডেস্ক

স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, ‘গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে, ইনশাল্লাহ আপনাদেরকে (শেখ হাসিনা) ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় তৎপরতা ও অপপ্রচার’-এর প্রতিবাদে এ সমাবেশ হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, সব ঐক্য ধরে রাখতে হবে। এমন ঐক্য যে ঐক্যে আবু সাঈদ, মুগ্ধের রক্ত বৃথা যাবে না, যে রক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, যে ঐক্য মৃত ব্যক্তি আর কবর থেকে উঠে ভোট দেবে না।

হাসিনা দেশের সম্পদ লুট করেছে জানিয়ে ফারুক বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। আপনি ১৮টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন-দৌলত-ডলার-রুবেল সব নিয়ে গেছেন। আপনার চামচারা, আপনার নির্যাতনকারী মন্ত্রীরা বাংলাদেশের সব সস্পদ লুট করে নিয়ে গেছে।

তিনি বলেন, বিদেশের মাটিতে আজকে আপনারা ফাইভ স্টারে থাকেন, বিদেশের মাটিতে ফ্ল্যাট ভাড়া করে থাকেন। ভিক্ষা করে তো খান না, কারও বাসায় তো থাকেন না। তাই আপনাদের বলতে চাই, ১৮ কোটি মানুষের থেকে বিদায় নিয়েছেন ওখানেই (ভারত) থাকেন। যদি কোনো দিন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে পারে ইনশাল্লাহ আপনাদের ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights