গলাচিপায় যুবদলের লিফলেট বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে গলাচিপা পৌর শহরে পৌর যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।

জাহিদ বলেন, কেন্দ্রীয় যুবদলের কার্যক্রমের অংশ হিসেবে গলাচিপা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আমরা তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এসব লিফলেট বিতরণ করছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের এক নম্বর সদস্য মো. বাবুল, পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী দিপঙ্কর, পৌর যুবদলের শহিদুল ইসলাম, মো. লতিফ, মো. মিরাজ, মো. জুয়েল, মো. আফজালসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights