গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদরে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশায় থাকা নারী ও শিশুসহ ৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

স্থানীয়রা জানান, সন্ধ্যা নামার আগে দাড়িয়াপুর থেকে গাইবান্ধা আসার পথে দ্রুতগামী একটি ট্রাক্টর একই দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে খাদে পড়ে যায়। এসময় ঘটনা স্থলে নারী পুরুষ শিশুসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন, গাইবান্ধা সদরের দারিয়াপুরের মীরের বাগান এলাকার মোজাফফর মিয়া (৬৫), ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আব্দুল সালামের স্ত্রী বলু রানী (৫০) তার ছেলে সবুজ মিয়া (৩৫) সবুজের মেয়ে শিশু শিমা আক্তার (৬) ও রতনপুর ইউনিয়নের গুনভরী গ্রামের ফুয়াদের মেয়ে শিশু ফিমা আক্তার (১০)।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে বলু রানীসহ আরও দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights