গাইবান্ধায় নিষিদ্ধ পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এ সময় কয়েকটি দোকান থেকে ১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একইসঙ্গে কয়েকজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে জেলা শহরের পুরাতন বাজার ও হকার্স মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, সরকার সারাদেশে পলিথিন নিষিদ্ধ করেছে। সরকারের এ উদ্যোগকে কার্যকর ও ফলপ্রসূ করতে জেলা প্রশাসনের এই অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে। সরকারের এই নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights