গাজায় ইসরায়েলের আরও ৩ সেনা নিহত
অনলাইন ডেস্ক
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার জানিয়েছে, গাজায় সংঘর্ষে তিন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আইডিএফ সমগ্র গাজায় তাদের স্থল অভিযান সম্প্রসারণ করছে।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ হাজার ৮৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।