গাজা নিয়ে মন্ত্রীপর্যায়ে বৈঠকে বসতে চায় রাশিয়া

অনলাইন ডেস্ক
ইসরায়েলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব দিয়েছে রাশিয়া।

রাশিয়া সোমবার গাজায় বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছে এবং বলেছে, বৃহত্তর যুদ্ধের ঝুঁকি এবং ‘সন্ত্রাসী কার্যকলাপ’ বৃদ্ধির ঝুঁকি এড়াতে ফিলিস্তিনি-ইসরায়েল আলোচনা পুনরায় শুরু করা অপরিহার্য।

হামাস ইসরায়েল যুদ্ধে রাশিয়া পশ্চিমা বিরোধী অবস্থান নিয়েছে। সংঘাতের শুরুতে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ।
পুতিন আরও বলেন, অনেকেই আমার সাথে একমত হবেন যে, হামাস-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ।

রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই সংকটকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন সমঝোতার জন্য তারা কিছুই করতে পারেনি। বিপরীতে এর সমাধানে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করার চেষ্টা করেছে। উভয়পক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights