গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
গাজীপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় বুধবার গাজীপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে একুশের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহা: আহমার উজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো: আব্দুল হান্নান, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, গাজীপুর প্রেস ক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা শহীদ বরকতের পরিবারে সদস্য আইনুদ্দিন বরকত টুটুলসহ পরিবারের অন্য সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
বাদ জোহর গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকায় ভাষা শহিদ আবুল বরকতের মা মরহুমা হাজী হাসিনা বিবির কবরে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আজমত উল্লা খান, জেলা প্রশাসনের কর্মকর্তা, মরহুমের পরিবারের সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলে মরহুমার রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
জেলার কাপাসিয়ায় একুশের প্রথম প্রহরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহীদ বেদিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো: আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুবকর মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান পূস্পস্তবক অর্পণ করেন। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কন্যা সিমিন হোসেন রিমি এমপির পক্ষ থেকে ভাষা শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অপরদিকে জেলার কালীগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) উখিং মে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া এ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।