গাজীপুর-ঢাকা রুটে চালু হলো দুই জোড়া কমিউটার ট্রেন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-ঢাকা রেল রুটে উদ্বোধন করা হয়েছে দুই জোড়া কমিউটার ট্রেন সার্ভিসের। রবিবার সকালে জয়দেবপুর জংশন স্টেশনে কমিউটার ট্রেন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

জয়দেবপুর রেল জংশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, বাংলাদেশের রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধনের সময় উপদেষ্টা বলেন, গাজীপুর থেকে যারা ঢাকায় গিয়ে অফিস করে থাকেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে চার জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে ট্রেনগুলি চলাচল করবে।

তিনি আরও জানান, আগামী ২৬ মার্চ ঢাকা-নরসিংদী, নরসিংদী-ঢাকা এবং ঢাকা-নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে আরও কমিউটার ট্রেন চালু করা হবে।

জয়দেবপুর জংশন স্টেশনে উপদেষ্টা রেলওয়ে এবং গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সবুজ পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। পরে তিনি অন্যদের সঙ্গে নতুন চালু হওয়া ট্রেন দিয়ে ঢাকার পথে কিছু দূর ভ্রমণ করেন। পরে তারা পরবর্তী ধীরাশ্রম স্টেশনে নেমে যান।

যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে এই দুই জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। যারা ঢাকা থেকে গাজীপুর অথবা গাজীপুর থেকে ঢাকায় গিয়ে নিয়মিত অফিস করে থাকেন তাদের জন্য এ সার্ভিসটি অনেক স্বস্তিদায়ক হবে।

এদিকে ঢাকা গাজীপুর রুটে নতুন এ কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ¡সিত এ রুটে চলাচলকারী যাত্রীরা। তারা বলছেন এই সার্ভিসের ফলে ঢাকায় যাদের অফিস তারা দ্রুত সময়ে পৌঁছাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights