গৌরির বই প্রকাশ, আবেগী শাহরুখ
অনলাইন ডেস্ক
‘মাই লাইফ ইন ডিজাইন’ নামের বই প্রকাশ করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এটিই তার প্রথম বই। ইন্টেরিয়র ডিজাইনের উপরেই বইটি লিখেছেন গৌরি।
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বইটি প্রকাশ করা হয়। সেখানেই গৌরীকে একগাদা প্রশংসায় ভাসিয়েছেন শাহরুখ খান। শুনিয়েছেন ৩২ বছরের বিবাহিত জীবনের বোঝাপড়া ও সমস্যার কথা।
স্ত্রীর প্রশংসায় শাহরুখ বলেন, ‘ওর রুচি এবং শিল্পবোধ সম্পর্কে আমার পুরো আস্থা ছিল বলেই মান্নাতের সাজসজ্জার দায়িত্ব তাকে নিতে বলেছিলাম নির্দ্বিধায়।’ জানালেন মান্নাত কেনার সময়কার পরিস্থিতির কথা। ‘যখন মান্নাত কিনেছিলাম, পুরো দাম একেবারে দিতে হয়েছিল। এত টাকা সে সময় হাতে ছিল না, বাধ্য হয়ে যোগাড় করি। তারপর যে ডিজাইনারকে বাড়ি সাজিয়ে দিতে বললাম, উনি যে অংকের টাকা চাইলেন তাও আবার একেবারে, তা আমার মাসের উপার্জনের চেয়ে অনেক বেশি ছিল। তখন গৌরীকে বললাম, তুমি কেন ডিজাইনার হচ্ছ না?’
শাহরুখ ‘অধিকারপ্রবণ’ স্বামী কী না জানতে চাইলে গৌরী মুখ খুললেও তাকে বলার সুযোগ না দিয়ে শাহরুখ বলেন, “আমার স্বভাব মোটেও সুবিধার ছিল না, খুবই অধিকার দেখাতাম।“