ঘূর্ণিঝড়ে দুমকিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে আকস্মিক ঘূর্ণিঝড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে পল্লীবিদ্যুৎ সঞ্চালন লাইনের খুটি ভেঙে উপড়ে ও তার ছিড়ে লণ্ডভণ্ড হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঝড়ে বাঁশবুনিয়ার নুর ইসলাম মৃধা, নলদোয়ানীর আ. কাদের হাং ও চরবয়েড়ায় মফিজ উদ্দিন, কামরুল হাওলাদার, এবং আঃ রহিম মাওলানার বাড়ির জামে মসজিদ, শ্রীরামপুরের সেলিম হাওলাদারের বসতঘরসহ বিভিন্ন এলাকায় শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদের ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে।

ঝড়ের তাণ্ডবে জলিশা কদমতলা কলেজের ছাউনী উড়িয়ে নিয়ে গেছে, এল.এ.এম. কলেজের টিনশেড অংশ বিধস্ত হয়েছে। এছাড়া গাছপালা, কলাবাগান, রবি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। রাজাখালী, মুরাদিয়া, আংগারিয়া ও পাঙ্গাশিয়ায় অন্তত অর্ধশতাধিক স্পটে তার ছিড়েছে, ৪০টি পয়েন্টে মেইন লাইনের ওপরে গাছ পরে থাকার খবর পাওয়া গেছে।
ঝড়ের পড়ে বিদ্যুৎ কর্মীরা সব জনবল নিয়ে মাঠে নেমে কাজ শুরু করলেও কখন বিদ্যুৎ সরবরাহ করা হবে তা বলা যাচ্ছে না। মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার বলেন, ঝড়ে বিভিন্ন ওয়ার্ডে কিছু ঘরবাড়ির ক্ষয় ক্ষতির খবর পেয়েছি। সরেজমিন দেখে ক্ষয় ক্ষতি নিরুপণের তালিকা করা হবে।

দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মাহমুদ বলেন, ঝড়ের পর পরই বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতি নিরুপণের নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights