ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে রক্ষায় ববি উপাচার্যের হল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব থেকে শিক্ষার্থীদের রক্ষায় ৪টি আবাসিক হল পরিদর্শন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন। শনিবার বিকেলে তিনি হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি ঝড় শুরু হলে বাইরে বের না হওয়াসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সতর্ক থাকার পরামর্শ দেন শিক্ষর্থীদের। দুর্যোগকালীন যেকোনো সমস্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয় আবাসিক শিক্ষার্থীদের।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। শনিবার সকালে মেটোপলিটন পুরিশের সদরদপ্তরে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশ, র‌্যাব-৮’, বিআইডব্লিউটিএ, বিদ্যুৎ, মেডিকেল ও সিভিল সার্জন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড় কালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন পুলিশ কমিশনার।দুর্যোগকালীন সময়ে, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদগ্রস্থ জনগণের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights