চকরিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই খুচরা মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজার এলাকার আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
দুই মাদক ব্যবসায়ী হলেন- বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মাতারবাড়ী পাড়ার রিদুয়ান সিকদারের ছেলে ফরহাদ বিন রিদুয়ান (৩২) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম পুকপুকুরিয়া পাড়ার নুরুল আমিনের ছেলে মো. আব্বাস উদ্দিন (৪২)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, বদরখালী বাজারের একটি হোটেলে দুই খুচরা ইয়াবা বিক্রেতা অবস্থান করছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই ব্যক্তিকে আটকের পর তাদের প্যান্টের পকেট হতে নীল রঙের প্যাকেটে থাকা ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা ট্যাবলেট স্থানীয় পর্যায়ে মাদকসেবীদের খুচরা বিক্রি করে বলে স্বীকার করেন তারা। গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।