চকরিয়ায় উৎসবমুখর পরিবেশে নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রথমবারের মতো নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) উপজেলার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করেন সাহারবিল ইউনিক ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

ইউনিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশ নিয়েছেন ১১২৮জন শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন বিএমএস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সরওয়ারুল ইসলাম, প্রধান সমন্বয়ক সাহারবিল রেসিডেনসিয়াল স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, কেন্দ্র সচিব হেলাল উদ্দিন ও সহকারি কেন্দ্র সচিব মোস্তফা কামাল রানা প্রমুখ।

দ্বিতীয় শ্রেণির ছাত্র আবু নাঈম বলেন, এই প্রথম আমি বৃত্তি পরীক্ষা অংশ নিয়েছি। নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার প্রশ্ন সব লিখেছি, খুবই ভালো হয়েছে। কয়েকদিন পর আমার বার্ষিক পরীক্ষা, এরই মধ্যে বৃত্তি পরীক্ষার বাড়তি লেখাপড়া হয়েছে।

অভিভাবক ডা: সুকান্ত দেব মিশু বলেন, সন্তানেরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলে নিজের জ্ঞানের পরিধি বাড়ে। আমার মেয়ে এবারই প্রথম কোনো বৃত্তি পরীক্ষা অংশ নিয়েছেন। বার্ষিক পরীক্ষার আগে এ পরীক্ষার অংশ নিয়ে প্রশ্নের নমুনা বুঝতে পারবে।

নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার হল সুপার অ্যাডভোকেট সালাহ উদ্দিন বলেন, ‘চকরিয়া উপজেলার গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। প্রথমবারই লক্ষ্যমাত্রার দ্বিগুণ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন। আগামীবার আমরা চকরিয়া ছাড়াও কক্সবাজার জেলার আরও কয়েকটি উপজেলায় বৃত্তি পরীক্ষার আয়োজন করব বলে আশা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights