চট্টগ্রামে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলা, আসামি ৩০০
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার আরিফুল ইসলাম নামে এক আওয়ামী লীগ কর্মী বাদী হয়ে নগরীর খুলশী থানায় মামলাটি দায়ের করেছেন।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, নির্বাচনী কার্যালয়ে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। কারও নাম উল্লেখ না করে ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন গ্রেফতার আছে।
তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা বিএনপির চট্টগ্রাম মহানগর কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে কোতয়ালি থানা পুলিশ।