চলতি বছরে ২০০ জনের বেশি ফিলিস্তিনি, ৩০ জন ইসরায়েলি নিহত
অনলাইন ডেস্ক
অধিকৃত পশ্চিম তীর ও ইসরায়েলে এ বছর এ পর্যন্ত ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং প্রায় ৩০ জন ইসরায়েলি নিহত হয়েছে। সহিংসতার এই মাত্রা গত বছরের পুরো মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
জাতিসংঘের মধ্যপ্রাচ্য দূত বলেছেন, ২০০৫ সালের পর এটা সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ওয়েনেসল্যান্ড সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান হতাশা এবং একটি স্বাধীন রাষ্ট্র অর্জনের পথে অগ্রগতির অভাবের কারণে ক্রমবর্ধমান সহিংসতাকে ইন্ধন যোগাচ্ছে।
জেরুজালেম থেকে নিরাপত্তা পরিষদকে তিনি বলেন, ফিলিস্তিনি এবং ইসরায়েলিরা প্রায় প্রতিদিনের সহিংসতায় নিহত ও আহত হচ্ছে। এমনকি এই ব্রিফিংয়ের কয়েক ঘণ্টা আগে একটি মারাত্মক বন্দুক হামলায় পশ্চিম তীরে একজন ইসরায়েলি নিহত হয় হয়েছে ।