চাঁদপুর সরকারি হাসপাতালে ৫ দালাল আটক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগে পাঁচজন দালালকে পুলিশ আটক করেছে।
আটক দালালরা হলেন-পৌরসভার পুরাণ বাজারের মো. আলম (২৮), রিয়াদ হোসেন (২৫), সিংহপাড়ার দিপক (২৩), গুয়াখেলার মাহিম গাজী (১৯), বাগাদী ইউনিয়নের রায়হান গাজী (১৯)।
সোমবার দুপুরে মডেল থানার এসআই জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের বহির্বিভাগ, ভর্তি রোগী ও রোগীর স্বজনদের এই দালালচক্র প্রতিনিয়ত হয়রানি করে আসছে। প্রত্যন্ত গ্রাম থেকে আসা লোকজনকে বিভিন্ন রোগের পরীক্ষার জন্য দালালরা তাদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে অতিরিক্ত টাকা আদায় করে থাকে। ফলে সহজ-সরল লোকজনরা প্রতারণাসহ নানা হয়রানির শিকার হন। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ দালালদের আটক করেছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বিকেলে হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।