চাঁদাবাজির অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় র্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি। শনিবার রাতে পাহাড়তলী থানার এ-ব্লক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, সম্প্রতি র্যাবের নাম ভাঙিয়ে বাস, টেম্পু ও সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি সংবাদ প্রকাশিত হলে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। এর ধারাবাহিকতায় ঘটনার সত্যতা পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে চাঁদা আদায়কারীদের মূলহোতা মো. শফি (৫৮) এবং সহযোগী মো. আবুল কালাম আজাদ (৫৪), মো. রাশেদ (৩২) ও মো. শাকিলকে (২৮) গ্রেফতার করা হয়। তাদের তল্লাশি করে বিভিন্ন গাড়ি থেকে আদায়কৃত নগদ ৪৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তরা ৪-৫ বছর যাবৎ বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সিএনজি অটোরিক্সা, বাস, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। বিভিন্ন সময় র্যাবের একাধিক অভিযানের ফলে তারা কৌশল পরিবর্তন করে রশিদের পরিবর্তে সিগারেটের প্যাকেটে হাতে নম্বর লিখে টোকেন সরবরাহ করে। এছাড়াও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রাইভারদের হুমকিসহ ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন গাড়ি হতে ২০ টাকা হতে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে থাকে বলে স্বীকার করেছে তারা।
অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।