চা শ্রমিকদের পাশে এভাবে কেউ দাঁড়ায়নি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাটি বেশ দুর্গম এবং এখানে দারিদ্র্য মানুষের সংখ্যা বেশি। এখানকার ২৪টি চা-বাগানের শ্রমিক ও শ্রমিক পরিবারের মানুষগুলো নানা সমস্যায় জর্জরিত। চা-বাগানগুলোতে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাসহ নানা সংকট রয়েছে। খুব কম শিল্প গ্রুপকেই দেখেছি দরিদ্র এই মানুষগুলোর পাশে দাঁড়াতে।

দেশসেরা শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের দুর্গম এই পাহাড়ি জনপদের চা-বাগানে এসে অসহায় গরিব চা শ্রমিক মেয়েদের বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়েছে। দীর্ঘ চার মাস সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে গড়ে তুলেছে। সব শেষে এই নারীদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে প্রত্যেককে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। চা শ্রমিকদের জন্য এটি নতুন ইতিহাস।

এভাবে কেউ কখনো চা শ্রমিকদের পাশে দাঁড়ায়নি। অসহায় মানুষের জন্য বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, সেডট আমি জানি। আজ নিজ চোখে দেখলাম। আমি খুবই আনন্দিত আমার চা শ্রমিকদের নিয়ে দেশের প্রসিদ্ধ শিল্প পরিবার চিন্তা করছে।

সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অন্যান্য চা-বাগানেও যদি বসুন্ধরা গ্রুপ এমন প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করে, তাহলে গরিব অসহায় এই মানুষগুলোর অনেক উপকার হবে। যাদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে, সেই নারীরা এখন নিজের পায়ে দাঁড়াতে পারবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমিও তাদের সব ভালো কাজের সঙ্গে থাকতে চাই।

দরিদ্র মানুষের কল্যাণের জন্য যেভাবে এমন দুর্গম এলাকায় এসে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ, তা অন্য কাউকে করতে দেখিনি। এটি আমাদের সমাজ ও দেশের জন্য অনন্য উদাহরণ। দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে যাক বসুন্ধরা গ্রুপ। শুভ কাজে সবার পাশে থাকুক বসুন্ধরা শুভসংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights