চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী গরু মেলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ত্রি-জেলা গরু মেলা। শুক্রবার সকালে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে মেলা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশিদ। মেলায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার ১০২টি খামারের ২৫২টি গরু অংশ নেয়।

এ মেলার মাধ্যমে দেশব্যাপী গরুর ক্রেতা-বিক্রেতার পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। মেলার আয়োজন করেছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ)।
আয়োজিত অনুষ্ঠিানে সভাপতিত্ব করেন বাংলদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

শুক্রবার সকাল ১১টায় শুরু হওয়া এ মেলা শেষ হবে শনিবার রাতে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় অংশ নেওয়া খামারীরা বলেন, সরকারি পরিত্যাক্ত জমিতে ঘাস চাষের সুযোগ তৈরি হলে খামার মালিকরা লাভবান হবেন। তাছাড়া গো-খাদ্যের দাম কমানোর দাবি জানান খামার মালিকরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. নাহিদ রশিদ তার বক্তব্যে বলেন, এই মেলা খামার মালিকদের সাথে গরু ক্রেতাদের সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এই অঞ্চলে খামার মালিকদের ঘাস উৎপাদনসহ যেসব সমস্যা রয়েছে তা দূর করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights