চুয়াডাঙ্গার রেকর্ড ভাঙল যশোর, তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি

অনলাইন ডেস্ক

আজ মঙ্গলবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিলো চুয়াডাঙ্গায় (৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস)। তবে সেই রেকর্ড বেশিক্ষণ টেকেনি। কিছুক্ষণের মধ্যেই যশোরে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে।

আজ যশোরে তাপমাত্রা রেককর্ড করা হয়েছে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে আজ বেলা ৩টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার কথা জানায়। তখন পর্যন্ত এটিই ছিলো চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
এর আগে ২০১৪ সালের ২১ মে ৪৩ দশমিক ২ এবং ২০০৫ সালের ২ জুন ও চলতি বছর ২৯ এপ্রিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে এতো তাপমাত্রা কখনও রেকর্ড হয়নি। তিনি বলেন, তাপমাত্রার পারদ স্বাভাবিক পর্যায়ে আসতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights