ছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ, কুশপুতুল দাহ

নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিত নেতারা। গতকাল আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। গতকাল মিরপুর সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতা-কর্মীরা এসব কর্মসূচি পালন করেন।

পদবঞ্চিত নেতা-কর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে ‘রাকিব-নাছিরের কমিটি মানি না মানব না’, ‘রাকিব-নাছিরের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ছাত্রলীগের কমিটি মানি না মানব না’, ‘আমাদের ক্যাম্পাসে আমরাই থাকব’, ‘ভাই মানার কমিটিরা হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘নতুন এই কমিটি মানি না মানব না’, ‘অবৈধ কমিটি মানি না মানব না’, ‘ককটেল মেরে আন্দোলন বন্ধ করা যাবে না’ স্লোগান দিতে থাকেন।

এর আগে, মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছাত্রদল, ঢাকা কলেজ শাখার ৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী পিয়াল হাসানকে আহ্বায়ক এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. মিল্লাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও এতে নির্দেশ দেওয়া হয়। ওইদিন রাতে ঢাকা কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এক ঘণ্টার ব্যবধানে সাতটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজের মূল ফটক, কলেজসংলগ্ন মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ-পরবর্তী ঢাকা কলেজের মূল ফটকের সামনে দুটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং ঢাকা কলেজের সামনে অবস্থিত ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ‘অনিয়মিত ছাত্র ও ছাত্রলীগ নিয়ে পকেট কমিটি’ করা হয়েছে- এমন আখ্যা দিয়ে এই কমিটিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনের একটি অংশ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শাখা ছাত্রদলের কয়েকটি পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights