ছাত্র আন্দোলনে চোখ হারালেন এইচএসসি শিক্ষার্থী জুবায়ের

সিরাজগঞ্জ প্রতিনিধি

বৈষষ্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে চলাকালে পুলিশের ছোড়া বুলেটে এক চোখ হারিয়েছেন জুবায়ের হাসান জিহাদ। তিনি সিরাজগঞ্জর কামারখন্দ উপজেলার সরকারি হাজি কোরপ আলি মেমোরিয়াল কলেজের এইচএসসি শিক্ষার্থী।

গত ১৬ জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের র‌্যালি বের করা হয়। পরে রেলগেট এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া গুলি তার বাম চোখে লাগে। এতে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে শহরের ডা. এম এ মতিন চক্ষু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয় এবং দু’টি অপারেশন করা হয়।

জুবায়ের হাসান জিহাদ কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
জুবায়েরের মা হাসি বেগম জানান, জুবায়েরের এক চোখে কিছু দেখতে পাচ্ছে না। গুলি এখনও ভেতরে রয়ে গেছে। ডাক্তার বলেছে আরও ৩টি অপারেশন করলে ভাল হতে পারে। কিন্তু সেই চিকিৎসার জন্য প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে। কিন্তু আমি এতো টাকা কোথায় পাবো? আমার স্বামী মারা গেছে প্রায় ১৫-১৬ বছর। আমি সুতার কাজ করে সংসার চালাই। কেউ যদি আমাদের সহযোগিতা করে তাহলে হয়তো আমার ছেলে আবার দেখতে পাবে।

এ বিষয়ে জুবায়ের জানান, আমি আমার চোখ দিয়ে দেশের বিজয় আনতে পেরেছি। এখন শুধু একটাই চাওয়া আমার এই চোখ দিয়ে যেন স্বাধীন দেশকে স্বাধীনভাবে দেখতে পারি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা জানান, কামারখন্দে একটা ছেলে আহত হয়েছে আমি শুনেছি। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সহযোগিতা করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights