জয়পুরহাটে অটোরিকশা চালক হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে চাঞ্চল্যকর অটোরিকশা চালক দীলিপ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ তাদের গ্রেফতার করা হয়।শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন।

গ্রেফতারকৃত ইমান আলী জয়পুরহাট শহরের বিহারি পাড়ার খলিলুর রহমানের ছেলে এবং এনামুল হোসেন মাগনিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত ইমান আলী ও এনামুল হোসেন জেলার বিভিন্ন এলাকায় গিয়ে অটোরিকশা ছিনতাই করে আসছিল। বৃহস্পতিবার রাতে তারা শহরের পাচুর মোড় থেকে অটোরিকশায় যাত্রী সেজে ওঠে খনজনপুর -গতনশহর সড়কের পাশে চাকল দিলীপ চন্দ্রকে গলা কেটে হত্যা করে। ওসি আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া রিকশাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights