জাতীয় পাবলিক সার্ভিস দিবসে মাগুরায় র্যালি
মাগুরা প্রতিনিধি
‘সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ রবিবার পালিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিন করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাহাদাত হোসেন মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।